বরিশাল সড়ক বিভাগাধীন ঢাকা(যাত্রাবাড়ী)-মাওয়া-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী(এন-৮) জাতীয় মহাসড়কের ১৬৬ তম কি.মি.এ রুপাতলী (সুরভী চত্তর)এ ১(এক)টি পুলিশ বক্স রয়েছে। ঢাকা(যাত্রাবাড়ী)-মাওয়া-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী (এন-৮) সঢ়কটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। এ মহাসড়কটি রাজধানী ঢাকার সাথে বিভাগীয় শহর বরিশালের যোগাযোগের একমাত্র মাধ্যম। এ ছাড়া বাংলাদেশের সকল অঞ্চল হতে সরাসরি কুয়াকাটা পর্যটন কেন্দ্রে যাওয়ার একমাত্র সড়ক হওয়ায় সড়কটির ট্রাফিক ভলিউম অত্যন্ত বেশী। ইতিমধ্যে দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু ও পায়রা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় রাজধানী শহর ঢাকা থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহনের সংখ্যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া খুব শীঘ্রই ৮ম বাংলাদেশ চীন মৈত্রী (বেকুটিয়া) সেতু চালু হওয়ার ফলে যানবাহনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বর্ধিত যানবাহন চলাচলের জন্য বিদ্যমান সড়কের প্রশস্ততা অপ্রতুল বিধায় সড়কের উভয় পার্শ্ব প্রশস্ত করা একান্ত প্রয়োজন। সড়ক প্রশস্তকরণের বিষয়টি বিভাগীয় ও জেলা পর্যায়ের উন্নয়ন সমন্বয় সভায় আলোচিত হয়েছে এবং সকল সদস্য সড়ক প্রশস্তকরণের উপর জোর তাগিদ প্রদান করেছেন। এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ বরিশালের সকল শ্রেণী ও পেশার মানুষ যানজট নিরসনে ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সড়ক প্রশস্তকরণের অনুরোধ করেছেন। এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডি.ও পত্র প্রেরণ করেছেন।উক্ত সড়কাংশে সড়ক প্রশস্তকরণ কাজ সহ উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন। ফলে উক্ত সড়কাংশে নির্মিত পুলিশ বক্সটি নিরাপদ দূরত্বে স্থানান্তর করা একান্ত প্রয়োজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস